Sunday, September 12, 2021

কবি অভিজিৎ হালদার -এর একটি কবিতা

 কবর



কবরের নীচে মৃতদেহ

সোয়ানো রয়েছে কত না দেহ;

সারি সারি কত না জন

দিন দিন হয়েছে মলিন।

বাঁশ বাগানের সেই না দিন

রয়েছে কত না মিল

শুষ্ক প্রান্ত হয়েছে শান্ত

মরুভূমি কত না ক্লান্ত।

জলহীন কত যে দিন

হঠাৎ কোনো একদিন,

মরুভূমির মতো এসেছে

কোনো এক জন।

সন্ধ্যা রাত্রে বন্যার কান্না

কবরের সারি সারি বন্যা

হারানো কত যে দিন

কবরের নীচে সেই যে দিন।

No comments: