কবি উদয়ন চক্রবর্তী -এর একটি কবিতা
জানি কিন্তু জানিনা
নিজের কোথায় কোথায় দরজা বন্ধ
করে রেখেছি কিছুইতে বলি না কাউকে
সমস্ত শরীর বেয়ে নেবে যায় সরীসৃপ নিশ্বাস
ক্যাকটাসের নিজস্ব প্রতিরোধ দক্ষতায় শরীর
সঞ্চয় করে নিজের চবুতরায় নিশ্চুপে আড়াল।
হাসি টা ধরে রেখেছি বিচার ব্যাবস্থায় চোখ বেধে
রাখা দাড়ি পাল্লার মানবীর মতো নিথর নির্বাক
তবুও এখনো প্রজাপ্রতির সাথে সখ্য রেখে চলেছে
কেউ কেউ তাই সূর্যাস্ত স্বার্থহীন অপেক্ষায় থাকে
এগিয়ে দিতে আর একটা দিনের আনন্দ ঢেউ
শুকতারা মিটিমিটি হাসে সখ্য হীন সহবাসে
আছি তাই এত কথা এত হাহুতাশ জ্বলন্ত আক্ষেপ
জানি কিন্তু জানিনা অনন্তকাল থাকবো না কেউ।
Comments