কবি তাপস মাইতি -এর একটি কবিতা
একটি সরলতম নয়ন
কঠিন করে ভাবি
দেখি , সহজতর দিনগুলি
নদীর কিনারে ঢেউর মতো করে ভাসছে
আকাশের উত্তর কোণে
আমাকে আরও কঠিন হতে হবে ,
একটা নিরন্ন ছবি ফুটে উঠছে
এখানে পথ দূরুহ বটে
কিন্ত আমার বেদনার ভার
নিয়ে এক পশলা বৃষ্টি ধেয়ে আসছে
খুব কঠিন করে বিস্তর
বুকের নিনাদ ফুঁড়ে তখন একটি
সরলতম নয়ন আমাকে ডাকছে
Comments