Sunday, September 26, 2021

কবি ইমরান শাহ্ -এর একটি কবিতা

 নীলকন্ঠ



স্মৃতির দেয়ালজুড়ে চৌমুখী বাতাস বিশ্বাসঘাতকতা করে চলেছে অবিরত

এখন আকাশ আর শাদা হয় না কেন যেন!


শরীরসমাজ বয়ে বেড়াই আকাশলীনা পথ ধরে, কিনারা পাইনি

অক্টোপাসের মায়াবি থাবা এড়াতে পারি না সমগ্রঃ বলপ্রয়োগে।


সে যদি মিলে যায় হৃদপিণ্ড কেটে অর্ঘ্য দেবো

তবু তারে চাই, সবকিছুর বিনিময় আমৃত্যু; কিভাবে পাবো?


শ্বেতহস্তী পুষবো মনের অন্দরে তেমন গোয়ালী নই হয়তো

তাই বিড়াল পুষি, তার কাছে কিছু শিখবো বোলে। 


অমৃতের স্বাদ ভুলে গেছি, গতশোচনা করে যাই শুধু;

আমরণ তাই গিলে চলেছি বিষ ভরা আহান-রস।


 না-হয় ধরণী তুমি দ্বিধা হও, নতুবা মুক্তি দাও

এমন সোনার মনুষ্য জীবন বাঁচাতে বাতলে দাও পথ।

No comments: