Sunday, September 12, 2021

কবি উদয়ন চক্রবর্তী -এর একটি কবিতা

 মাটির নিচে ঘুমিয়ে 



এ এক অদ্ভুত চক্রব্যুহে

জন্ম গ্রহন করলো আজই কেউ এ মুহূর্তে 

যেখানে জন্ম অধিকার প্রথম থেকেই বন্ধক

রাখা আছে খিদে আর যৌনতার কাছে

অ্যামিবাও তো যৌনতা উপভোগ করেছিল 

তারপর নিরন্তর যৌন যন্ত্রণা আর উপভোগ 

চড়কের গাজনের মতো সঙ সেজে চলেছে।


পেন্ডুলাম হয়ে দুলে চলেছে সুখ আর দুঃখ

নিরবিচ্ছিন্ন তৃপ্তিহীন আকাঙ্ক্ষা মন্থন করে চলেছে সময়

নির্বিষ করে দিয়ে যাচ্ছে অস্তিত্বের অহংকার 

ধর্ম আর বর্ণ নিয়ে হোলি খেলে চলেছে মোড়লেরা 

শত যুদ্ধ পাড় করে এসেও যুদ্ধের ষাঁড় পুষে পাঞ্জা লড়ে চলেছে 

অশ্রু আর রক্তের আলপনা আঁকছে আহাম্মক যত

সূর্য তাপে প্রাণ শিশির বাস্প হয়ে চলেছে শূন্যতায়

মাটির নিচে ঘুমিয়ে কত যুদ্ধবাজ আর ধর্ম যাজক।

No comments: