কবি সুব্রত মিত্র -এর একটি কবিতা

 যা বলার ছিল

            


    

     আমার চিতার পাশে রেখোনা কোন ফুল

                   ঐ ফুল তো জ্বালা দেবে ,

            তোমার বুকের সঞ্চিত ভালোবাসা

                  হয়ত আবার কেড়ে নেবে ।


     আমি নিষ্প্রাণ স্মৃতি হব , অমানবিক কল্পনা ;

করে যদি স্মৃতির ঘরে বসবাস পাবে কেবল যন্ত্রণা ।


এত খেলাধূলা ; এত মোহ মায়া ; সব ,সব ভুলে যেও

                        নিজেরে করিও যতন ,

            স্বাস্থ্যটা পরে গেলে দেখবে না কেহ ।


       আমার ব্যর্থতার ইতিহাস কবে হবে পরিহাস

                     সেই ভয় আজ পাই ,


তুমি খোলা মনে করনা ব্যক্ত আমার জীবনের বক্তব্য ,

            কতবার ব্যর্থ হয়েছি হবে উপহাস

           কল্পনার অতীত লিখবে ভবিতব্য ।


        এতদিনের যৌথ প্রয়াস , যৌথ আশ্বাস ,

           যৌথ স্বপ্ন দেখা , যৌথ আজীবন,,,

                        হ্যা গো প্রিয়া ,,

      ওরা যদি তোমায় কোনদিন করে অপমান

                    এসো মোর কাছে

          ভরসার বিশ্বাসে ধরিও মোর চরণ ।

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ