Sunday, September 26, 2021

কবি চিরঞ্জিত ভাণ্ডারী -এর একটি কবিতা

 হোক না পথ কঠিন




নৌকা চলে হেলে দুলে শ্রাবণ নদীর জলে

গান জুড়েছে ময়না টিয়ে সুরের তালে তালে।

আমন ধানে ক্ষেত ভরেছে শরৎ মেঘের ভেলা

খেলতে পুতুল উঠোন মাঝে দুপুর হলো বেলা।

আমরা কি সব পুতুল জীবন খেলছি সুতোর টানে

হাজার স্বপ্ন বুকের মাঝে চেয়ে আশার পানে।

বাঁচতে হবে বাঁচতে হবে হোক না পথ কঠিন

জীবন নৌকা বাইতে বাইতে করবো জীবন রঙিন।

No comments: