ঘরই খোঁজে পথ
এখানে অনেকদূর পথ
ভূমিকার মতো দাঁড়ায় ।
দৈন্যমুখ দিয়ে তার সমান্তরাল
বক্তৃতার রেখায় এক একটি
দুঃসহ জীবন বড়োই কৌতুক ।
আমি তার দৃঢ় নির্বাচন করি
অথচ সে কঠিন নয়
কাদার মতো কতক স্পৃশ্য কথা নিয়ে
সবাইকে ভাবায় ।
সেই বিস্তৃত বাঁকে
সহস্র মন শুধু বলে ,
আহা --- কী সবুজ, সবুজ না দেখায় ।
সব বৈঠার সামাজিক মাস্তুলের পিঠে
অথচ হতশ্রী কাক
ডানা ঝাপটায় ।
পথের ধারেই ঘর
তবুও যে
ঘরই খোঁজে পথ ...
No comments:
Post a Comment