কবি মিলি দাস -এর একটি কবিতা
এশিয়া মহাদেশের বুকে
তোমাকে পাবার জন্য
আর কতবার জন্ম নিতে হবে!
জানি না,কিছুই জানি না।
দাপর ত্রেতা কলি যুগ এ পুনর্বার
জন্মেছি নতুন নতুন রূপে।
পৌঁছতে পারিনি,
শোনাতে পারিনি এক ভালোবাসার
গল্পকথাকাহিনী,
পৃথিবী ধ্বংসের দামামা বাজছে ,
পশুপাখিরা বিলীন হচ্ছে,
অরণ্যভূমি হচ্ছে কংক্রিট ক্ষেত্র।
বিশুদ্ধতা হারিয়েছে বাতাসেরা ,
এখনো মৌসুমী বায়ু বয়ে গেলে মনে হয়-
এ জন্মেই বলে দেবো সেসব গোপন কথা,
প্রশান্ত মহাসাগরের স্ফীত জলে প্লাবিত হতে হতে বলেছিলাম-
এই ছেলেটা শুনছো
হ্যাঁ হ্যাঁ তোমাকে বলছি তোমাকে
আমি বহু মৃতমুখ পাল্টে হাজার হাজার বছর ধরে নক্ষত্রের সাথে কাটিয়েছি ঝলমলে আশ্চর্য রাত।
শিরীষের নীচে ঘুমিয়েছি কয়েকশো বছর,
বোষ্টমী সেজে আম্রকুঞ্জে কাঁচামিঠে আম কুঁড়িয়েছি অসংখ্যবার,
নদীতে বাঁধ দিয়েছি, ভেসে গেলেও ধরতে পারবো জেনে,
দেখে গেছি শুধু দূর থেকে দূরে
তবুও বলতে পারিনি।
এই ছেলেটা শুনছো-
এই রূপসী বাংলায় জন্ম নিয়েছি
সেই কথাটি বলার জন্য।
কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে থাকবে রাস্তায়,
আমি চিৎকার করে বলবো
এশিয়া মহাদেশের বুকে জন্মেছি
শুধু তোমাকে পাবার জন্য
তোমাকে কিছু বলার জন্য
তোমাকে ভালোবাসার জন্য।
Comments