Sunday, September 19, 2021

কবি মহীতোষ গায়েন -এর একটি কবিতা

 স্বাধীনতার জন্মদিনে




স্বাধীনতা মানে প্রতিবাদ প্রতিরোধে পথচলা

স্বাধীনতা মানে অন‍্যায়ের বিরুদ্ধে কথা বলা

স্বাধীনতা মানে মাথা উঁচু,লক্ষ্যে পৌঁছে যাওয়া

স্বাধীনতা মানে খেয়ে পরে পরম তৃপ্তি পাওয়া।


স্বাধীনতা মানে মিটিং মিছিল স্লোগান অঘোষিত

স্বাধীনতা মানে পরাধীনতা থেকে মুক্তি অবারিত,

স্বাধীনতা মানে একুশের ভাষা,একুশের মুক্তিপথ

স্বাধীনতা মানে প্রেমের ওষুধে সারবে হৃদয়-ক্ষত।


স্বাধীনতা আসে স্বাধীনতা যায় হয় মেঘ-বৃষ্টির গান

স্বাধীনতা মানে স্বাধীন কৃষক,জমিতে সোনার ধান...

স্বাধীনতা আসে স্বাধীনতা যায় তবুও ফোটে যে ফুল

স্বাধীনতা মানে ফিরে এসো ঘরে করো না আর ভুল।


স্বাধীনতা মানে নতুন প্রভাতে নীলিমায় লাল সূর্য

স্বাধীনতা মানে সবুজ দিগন্ত শোভে বিজয় রণতূর্য,

স্বাধীনতা এসে ফিরে গেলেও ভালোবাসা বেচেঁ থাকে

শুভ জন্মদিনে সবাই হৃদয়ে সুখ শান্তির ছবি আঁকে। 

No comments: