কবি নবকুমার -এর একটি কবিতা
নাম নেই
আমার কোন নাম নেই
কোন পরিচিতিও নেই
প্রকৃতির অপার শূন্যতা থেকে
নাভি ছিঁড়ে আমার
উত্তরণ
তা-ই কোন নাম দেয়নি কেউ ।
এই যে দেখছ বিস্তৃত প্রাঙ্গণ --
এটাও আমার নয়
মাঝে মাঝেই ভাবি,
এই শরীরও আমার নয় ।
এমন একটা দিন আসবে
তুমি-আমি কেউ থাকবো না
থাকবে এই ছলাত্ ছলাত্ নদী
দিগন্ত গন্ডীঘেরা এই প্রকৃতি ।
আমাকে যা খুশি নামে ডাকো-
আমিও মনোমতো নামে ডাকি--
ভালোবাসাহীন জীবন
শুধ ফাঁকি---আর ফাঁকি ----।
Comments