Sunday, September 5, 2021

কবি সুব্রত মিত্র -এর একটি কবিতা

 ছদ্মবেশী প্রতিবেশী



অমন করে কিছু বলনা কখনো

আমি সব বুঝি ,নেই কিছু তোমার বোঝানোর

জীবন যখন যুদ্ধে মরে

প্রাণ বাঁচাতে গিয়ে জ্ঞানীদের হাত ধরে ।


কে ? কে এসেছিল সেদিনের ঝড় ঝঞ্ঝার দিনে ?

তুমি কি জান ?

কিসের প্রত্যাশায় আমি আগত হয়েছিলাম ?

তবে কেন দেও জ্ঞান ?

অমন করে কিছু বলনা কখনো

আমি সব বুঝি ,নেই কিছু তোমার বোঝানোর


কেন লিখবনা ? কেন বলবনা ?

কবির গহন জ্বালার বাতি গোপনে জ্বলে দিবানিশি

চালাক প্রহরী নীরবে শোনে কবির মরণ গান

মরতে মরতে কবি বেঁচে উঠবে একদিন

নীল আকাশেও আগুন লাগে ,

ঝলসানো মেঘেও বৃষ্টি হয় কখনো

বিষাদের বিবরণ মেখে চাঁদও হাসে এখনো

অমন করে কিছু বলনা কখনো

আমি সব বুঝি ,নেই কিছু তোমার বোঝানোর


তুমি ভাই ভালো প্রতিবেশী , কিন্তু বেশ ধরো বড় বেশি

মিটকে শয়তান যদি বলি তবে তুমি একজন

সাথে পাছে থাকনা বিপদে কেটে পরো

আপন মনের প্রত্যক্ষে দেখা জীবনের তুমিই মহাদর্পন


আমারতো ওসবই মনে পরে

কবি হয়ে কেমনে থাকি চুপ করে

আসলে আমার চোখ ,মাথা ,কান ,বুদ্ধি একটু বাঁকানো

অমন করে কিছু বলনা কখনো

আমি সব বুঝি ,নেই কিছু তোমার বোঝানোর ।

No comments: