Sunday, December 5, 2021

কবিতা || স্বরলিপি || মহীতোষ গায়েন

 স্বরলিপি



কবিতা লিখেছি মৃত্যু লিখেছি কত

আশা ভালোবাসা মরেছে অবিরত,

এবার লিখবো হাজার তারার গান

সুসময়ে ফেরে নবান্নের কলতান।


লিখেছি অনেক সব হারানো ব‍্যথা

করিনি কখনো অন‍্যায়ে নত মাথা,

এবার লিখবো মানুষদের কথামুখ

অবিরত যাদের কষ্টে ফেটেছে বুক।


এবার লিখবো প্রেমহীন ভালোবাসা

যেখানে শুধু চাওয়া পাওয়াটাই বড়,

কেটেকুটে সব লিখবো জীবননাট‍্য

স্বপ্নপূরনের সেই স্বরলিপি হবে পাঠ‍্য।

No comments: