সবার প্রিয় মারাদোনা
আমাদের সবার প্রিয় তুমি, মারাদোনা
তোমার গল্পকথা যায় না যে গোনা
বিশ্বের বিস্ময়, বিস্ময় পুরুষ তুমি
তোমার চরণ-চুমে সকল ফুটবল-ভূমি।
ফুটবল দুনিয়া ভুলবে না কখনো তোমায়
ফুটবলের রাজপুত্র বলে সেলাম জানায়।
বিশ্বকাপ জিতে হয়েছো বিশ্ব-বিজয়ী
একা লড়ে গেছো, তাই তুমি কাল-জয়ী।
জন্ম হোক যথা-তথা, কর্ম হোক মহান
সেই বিশ্বাসটুকু দুনিয়াকে করেছো দান।
জন্ম তব হতদরিদ্র অনামী এক সমাজে
রাজ-সম্মানে ভূষিত হয়েছো নিজ-কাজে।
শোক, তাপ, ধিক্কার সবই ছিলো জীবনে
তবুও লক্ষ্য ছিলো অসাধ্যসাধনে।
তোমার পায়ের যাদু সর্বজন বিদিত
ব্যাখ্যা হয় না তার, সবাই বিস্মিত।
শিল্পীর মৃত্যু নেই, তুমি মৃত্যুঞ্জয়
সবার হৃদয়ে অমর রবে তুমি নিশ্চয়।
বিদায় বন্ধু, সখা, এই হিংস্র পৃথিবী হতে
সগর্বে ফিরো আবার এই ফুটবল দুনিয়াতে।
No comments:
Post a Comment