Sunday, December 5, 2021

কবিতা || কুয়াশার আলিঙ্গনে প্রকৃতি || সুমিত্রা পাল

 কুয়াশার আলিঙ্গনে প্রকৃতি



শীতের সকালে প্রকৃতির এ এক 

অপরূপ লাবণ্যে ভরা রূপ।

চারিদিক সাদা কুয়াশার আবরণ ,

পাখিরাও জাগেনি ,একদম নিশ্চুপ।

ঘুমিয়ে আছে প্রকৃতি মায়ের আঁচলে,

পরম স্নেহ-মমতার চাদরে।

সারি সারি আম, জাম , কাঁঠালের গাছ,

লজ্জায় রাঙা কুয়াশার আদরে।

বাঁশ গাছ সপসপে ভেজা কাপড়ে,

লজ্জায় দাঁড়িয়ে আছে নতমুখে।

টুপটাপ টুপটাপ করে কুয়াশার

জল পড়ে ওই মৃত্তিকার বুকে।

কচু পাতা থেকে মুক্তোর মতো 

টলটলে জল পড়ছে গড়িয়ে।

লাবণ্যময়ী প্রকৃতির কোমল দেহখানি,

নিবিড় আলিঙ্গনে কুয়াশা আছে জড়িয়ে।

No comments: