মাসিক ব্লগ ম্যাগাজিন (সাহিত্য সংখ্যা-- প্রতি মাসে শেষ সপ্তাহ)
যৌবন
তোমার ভালোবাসার ছোঁয়ায় শাণিত এই জীবন
স্বপ্নিল ঢেউয়ের মাঝে অনন্যা অনুভূতি,
রয়েছে তার গভীর গোপন অভিসার।
বিরহীনির ডাকে জঠরের কান্না ভেসে আসে
শ্মশানের পোড়াঘ্রাণে অনুভব করি
বিরহীনির গোপন যৌবন।
Post a Comment
No comments:
Post a Comment