মাসিক ব্লগ ম্যাগাজিন (সাহিত্য সংখ্যা-- প্রতি মাসে শেষ সপ্তাহ)
নিখোঁজ
শূন্যতা এখন সন্ন্যাস নিয়েছে
চুপিচুপি নিঃশ্বাস ফেলে যায়
অগনিত আষাঢ় তোমার মেঘে
আমার আকাশ জুড়ে যুদ্ধ ঘনায়
ভালোবাসা নামের স্টেশনে
হয়তো জন্মান্তর নামে রোজ
আমি মুছে নিই শরীর থেকে ঘাম,
আর চোখ থেকে রক্ত, হৃদয় নিখোঁজ।
Post a Comment
No comments:
Post a Comment