পাশ ফেল
একই দলেতে নাম তাহলে তো ফেল,
পরিবর্তন না হ'লে পাশ হবে কবে,
এদল সেদল ঘুরে পাকা পোক্তা রবে,
ডক্টরেট ডিগ্রি পাবে যদি হয় জেল।
দূর্নীতি, মিথ্যা ভাষনে শুরু কত খেল্,
চোরাকারবারি লুঠ কাটমানি খাবে,
পঞ্চবার্ষিকী মেম্বার গোগ্রাসে যা পাবে,
উন্নয়নে চাবিকাঠি কড়ি ফেলে তেল।
টিপছাপে মন্ত্রী হলে ভোটে হেড টেল্,
জোর যার মুল্লুকের ভার তার আগে,
বসন্ত সদা জিতলে হোলি মাঘ ফাগে,
ভিত্তিপ্রস্তর বপন যত্রতত্র রেল
আন্দোলনের মাথায় লাঠি মারো রাগে,
বুথদখলে লেঠেল থাকলেই হবে।
No comments:
Post a Comment