মাসিক ব্লগ ম্যাগাজিন (সাহিত্য সংখ্যা-- প্রতি মাসে শেষ সপ্তাহ)
উড়ন্ত পত্রে জীবন গাথা
প্রবল বাতাসের স্রোতে উড়ছে পাতা
ধূলোবালি চোখের প্রতিবর্তে
সরিয়ে দিচ্ছে অশ্রুকণা
যত আবর্জনা।
এখনো সাধিকা রমণী পুষ্প আহরণে ব্যস্ত
যেন তোমার সুন্দর বাগানে আমি
উড়ছে তবু পাতা---
এসো, ঐ পাতায় লিখি
আমার, আমাদের জীবন গাথা।
Post a Comment
No comments:
Post a Comment