Sunday, December 5, 2021

কবিতা || হাহাকার || উদয়ন চক্রবর্তী

 হাহাকার 

 


রাক্ষসের খিদে নিয়ে ঘুরে মরছে শূন্যতা 

বৃষ্টি ভেজা যাপনে রৌদ্রস্নাত আশ্রয়ের খোঁজ 


পাখিদের ওড়া দেখে মানুষ উড়েছে ক্রমশ 

যারা চলে গেছে বলতে চাইছে ইতিহাস 


খিদে কামনা সবই রাক্ষস সাজে সময়ে

কাটাকুটি খেলার ছক ভরে সুযোগ বুঝে নিয়ে 


শরীর জমাট বাধে ডিপফ্রিজের নিস্তব্ধতায়

বেঁচে থাকা সহজ বেশি উত্তাপ সইলে বারংবার


ঘরে ঘরে শঙ্খ বাজায় লেডি ম্যাকবেথ

রাজা হবার স্বপ্ন আঁকে রান্না ঘরের কোনায়


বিধ্বস্ত চারদেওয়াল ভুত হয়ে ঘুমিয়ে থাকে

ওরাই তো জানে-না পাওয়ার যন্ত্রণার হাহাকার।

No comments: