অতঃপর ধ্রুবতারা - রোকেয়া ইসলাম || কবিতা || Poetry || Poems

 অতঃপর ধ্রুবতারা

রোকেয়া ইসলাম 



আমাদের অর্ধ প্রবাহিত সব নদীর নাম হবে মৃত্যু বালুচর

ইলিশের স্বপ্ন ঝিলিকে অন্ধ হবে প্রতীক্ষায় থাকা ক্ষুধার্ত কৈবত চোখ 

মাতৃভাষা থেকে মুছে যাবে হারানো ধান-বীজ লাবণ্য সুষমার গৌরব

সত্যনিষ্ঠ চাষীদের ক্লান্ত স্মৃতি হাতড়ানো

সোনা গ্রামগুলো জুড়ে আলোকিত জলশূন্য হাহাকার 

ডিজেল বা ইউরেনিয়াম নির্ভর 



শোকে নিরন্তর সন্তাপ করে সোনালি তন্তুর স্মৃতিময় আঙুলগুলোতে 

সিকিউরিটি প্রিন্টিং প্রেসের ফেঁসে যাওয়া জ্ঞান গরিমায়

সূর্য ডোবা রঙ ছুঁয়ে আছে

নিবির হীম স্রোতেব প্রতিটি বাড়ির উঠোনে থমথমে বাকরুদ্ধ 

আমাদের সুপ্রাচীন বৃক্ষ এফিডেফিড করে বনসাই 

শুনতে পাচ্ছ মৃত্তিকা? তোমার বালুনদী ঘেরা হাউজিং কোম্পানির কাছে.... 


প্রাণের শেকড় উপড়ে উতল জোছনায় অপ্রাপ্তি নিয়ে বসে আছে 

মৃত্যু বীর্যধারী শব্দ পুরুষেরা 

সুপ্রসবিনী নারীরাও ক্রমাগত বন্ধাকরণ বিকলাঙ্গ কবিতা জন্ম দিতে দিতে 

আজ ব্যাথামুক্ত এম আর ডি এন্ড সি দিবস 


নদী শস্যবীজ ফুলের সৌরভ মানব সৃষ্টির উল্লাস ঢেকে দেয় অদৃশ্য কালো কায়া 

রাক্ষুসে যাগযজ্ঞের স্বপ্ন বোণা মেধা মনন ছুটি নেওয়া শুদ্ধ বাসনা

দুঃসময় গণনার প্রহর অন্তহীন 

আজ আকাশে অনুপস্থিত শিল্পাশ্রয় ধ্রুবতারা.... 




কবিতার খোলা প্রান্তরে অনির্বাণ প্রতীক্ষায় আছি 

নারী ও পুরুষের প্রেমে জন্ম দেয়া শিশুর 

যে কথা বলবে গণমানুষের কন্ঠে

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র