Monday, February 27, 2023

পদ্ম কুঁড়ি - আনন্দ গোপাল গরাই || কবিতা || Poetry || Poems

 পদ্ম কুঁড়ি

আনন্দ গোপাল গরাই


ছোট্ট পদ্ম কুঁড়ি আমি

আলোর সাথে ফুটি

সকাল বেলায় উঠি। 

একটুখানি মুচকি হেসে

আবার আমি থামি। 


ঘুম ঢুলঢুল আঁখি

সবায় চেয়ে দেখি, 

ভ্রমর আসে ছুটে

নেয় মধু মোর লুটে। 

গন্ধে পাগলপারা হয়ে

প্রভাত বায়ুর পরশ পেয়ে

নতুন ভুবন দেখি। 


কেউ রাখে গেঁথে মালায়, 

কেউ রাখে পূজার ঘরে। 

সবাই আমায় আদর করে-- 

যেথায় ফুটি সেথায় থাকি

নেইকো কোনো দায়। 




No comments: