মাসিক ব্লগ ম্যাগাজিন (সাহিত্য সংখ্যা-- প্রতি মাসে শেষ সপ্তাহ)
হারায়
সমীর কুমার বন্দোপাধ্যায়
শহর শুধুই মাটি হারায়
কেবলই আকাশ ছুঁতে চায়
ভেসে যায় মরীচিকায়
আকুল নয়নে তৃষ্ণার জল চায়
সেখানে শুধুই রঙের বাহার
থেকে থেকে শুধু শব্দের মার
আলোর রোশনাই আড়ালে গভীর আঁধার
গোরস্থানে মাটি চাপা হয় মানবতার।।
Post a Comment
No comments:
Post a Comment