স্বপ্নবিলাস - শ্রীঅচিন্ত্য সেনগুপ্ত || কবিতা || Poetry || Poems
স্বপ্নবিলাস
শ্রীঅচিন্ত্য সেনগুপ্ত
স্বপ্নপূরণ হোক বা না হোক
স্বপ্ন দেখার শ্বাশ্বত অধিকারে আমি ঋদ্ধ৷
আমার স্বপ্নের রং সবুজ হবে না হলুদ -
তার আশমানী নীল মখমলি আঁচলের পাড়ে
কি জরিন সুতোর নকশা থাকবে,
আমার ত্বন্বি তিলত্তমা স্বপ্নের অবনমিত নয়ন
অস্ফুটে কি কথা কইবে .........
এ বিষয়ে ভাবার অধিকার একান্ত আমার৷
আমার অতি প্রিয়জনেরও এ রাজ্যে অনধিকার
প্রবেশ অমার্জনীয় মনে হয়৷
মলিন শয্যায় শুয়ে জীর্ণ ছাদের ছিদ্র দিয়ে
যখন জ্যোৎস্না'র সঙ্গে কথা বলি -
সে কথোপকথনের আমিই রচয়িতা,আমিই শ্রোতা,
শুধু আমিই...
রৌদ্রকরোজ্জ্বল চন্দ্রাতপের নীচে গগন শয্যায়
ভাসতে ভাসতে ছোটো ছোটো এলোমেলো স্বপ্নগুলোকে নিয়ে বারবার নতুন করে সাজিয়ে রাখি,
তাদের সঙ্গে খুনশুটি করি,সহবাস করি৷
স্বপ্নগুলো অত্যন্ত ভঙ্গুর জেনেও স্বপ্ন দেখি৷
বাস্তবের নির্মম আঘাতে নিমেষে খান খান হয়ে যাবে জেনেও,বুকের ভিতর আগলে রাখি৷
আমার ধুলিমলিন জীবনশৈলী'র সঙ্গে বিপরীত বেমানান জেনেও বাস্তবে অনুভব করার চেষ্টা করি৷
এ স্বাধীনতা একান্ত আমার৷
বিরুদ্ধবাতাস যতই অবদমিত করার অপচেষ্টা করুক না কেন,আমি আমার স্বপ্নের সঞ্জীবনী সুধারসে নতুন করে বাঁচার রসদ খুঁজে পাই৷
হয়তো মানুষ এভাবেই জীবনের শেষ দিন পর্যন্ত স্বপ্ন দেখেই যাবে৷
তার জীবনীশক্তির প্রতিটি কণা দিয়ে আগলে রাখতে চাইবে তার শতভঙ্গুর স্বপ্নের ভঙ্গুরতা ৷৷
Comments