নীরবতার অলেখ অজুহাত - পাপু মজুমদার || কবিতা || Poetry || Poems
নীরবতার অলেখ অজুহাত
পাপু মজুমদার
বালির ঝড়
এ যেন তোমায় ফিরে পাওয়ার
মিষ্ঠি ষড়যন্ত্ৰ
সমুদ্ৰের চেনা ডাকে
মন চায়
লিখে রাখি তোমার নাম !
সৃজা,
আঁকতে ইচ্ছে করে
তোমায় নিয়ে ছোট্ট একটি বালিঘর,
যেখানে আমার কল্পনারা
ছোঁয়ে থাকবে তোমায়
কোনো শব্দ বা কোলাহল নয়
চল দুয়েতে বসি সাগরের নীরব কোনো
বিকেলে মুখোমুখি-
চোখাচোখি
নীরবতার অলেখ অজুহাতে....
Comments