ভোরের বেলায় - চাতক পাখি || Poetry || Poems
ভোরের বেলায়...
চাতক পাখি
ঘন ঘোর রাত্রি
ধীরে ধীরে হচ্ছে সমাপন ।
আবছায়া আঁধারে ,
নিচ্ছে প্রস্তুতি বুঝি দিয়ে প্রভাতী জাগরণ ।
ওই দূরে কুঁড়ি গুলিও তাই
যেগুলোর ফোটার কথা ছিল ভোরের আলোয় ।
সেগুলো বুঝি পাপড়ি মেলেছে এবার
তাই তারই বুঝি চারিদিকে সুগন্ধ বিলয় ।
আর ওই যে কাঁঠালের বনে
শুষ্ক পাতায় উঠে খসখস ধবনি।
কে যেনো সেথায় করে গমন ,
আর আমি কান পেতে শুনি।
তাই শুনে উঠে পড়ি বিছানা ছেড়ে ,
যেই না পড়েছে মনে মোর রূপকথার কথা।
ভাবলুম,তবে কি ভোরের আলোকে
সেই চরিত্ররা নেমেছে হেথা!
ভেবে বড় ব্যাকুল আমি
তাই উঠে পড়ি চট করে।
আর ছুটে আসি দেখতে জানালার পাশে
যদি পাই দেখা তাদের এই ঘুম ঘোরে।
কিন্তু ওই এসে তো অবাক
চেয়ে দেখি এতো আরো আঁধার ।
চাইলাম তাই ঘড়ির পানে ,
দেখলাম,না সকাল হবার সময় হয়েছে এবার।
দেখাদেখি হটাৎই হাত পড়ে জানলার শিকে
দেখি জানলার শিক বেয়ে শেষবেলার শিশির পড়ে।
যেনো অগণিত ইলশে গুঁড়ির ফোঁটা,
তাই বুঝি কিছুই যাচ্ছে না দেখা আর আঁধারে।
তখনই খেয়াল হলো মোর যেনো কে হঠাৎই
দিয়েছে মুঠো ভরে মন্ত্রপৃত জাদু জপ করে।
তাই বুঝি তারই বলে
লেগেছে মায়ার খেলা ভোরেরই আঁধারে।
Comments