Monday, February 27, 2023

প্রত্যয় - আবদুস সালাম || কবিতা || Poetry || Poems

 প্রত্যয়

আবদুস সালাম


বিষন্ন সময়ের ডায়েরিতে লেখা দিন যাপনের বিরহ গাথা

ধূসর পৃথিবী

রঙিন চশমায় দেখি আশাবাদের পরলৌকিক দীর্ঘশ্বাস

  সীমাহীন মুহূর্ত নিষিক্ত হয় সম্ভবের অ্যালবামে


হৃদয়ের শূন্যতায় ছড়িয়ে পড়ে করুন হাহাকার

পথের বাঁকে গুঁজে দিলাম ঠিকানাহীন ছায়া

পর্যটন ভাবনা খুঁজতে থাকে ভাষা


ইচ্ছেরা গুমরে মরে

পাওয়া না পাওয়ার আয়োজনে বিচলিত হয় উৎশৃংখল শহর

বেজে উঠে নিঃসঙ্গ প্রেমের বাঁশি

এভাবেই স্বপ্নেরা মরে যায় রোজ


কবরডাঙ্গায় কারা যেন টাঙিয়ে দিয়েছে জীবনের বিজ্ঞাপন

ধ্রষ্ট পৃথিবীর মিথ্যাবাদী উচ্চারণ কিনে নেয় প্রেম

জীবনের কিনারায় দাঁড়িয়ে কবর ডাঙ্গার মঞ্চে ছোট শিশুরা গাইছে

" সোনা রোদের গান

আমার সবুজ পাতার গান "---

No comments: