Monday, February 27, 2023

সুন্দরের ক্ষমতা - পাভেল রহমান || কবিতা || Poetry || Poems

 সুন্দরের ক্ষমতা

পাভেল রহমান


যাহা সুন্দর, যাহা মার্জিত

সকলেই তাহে আকর্ষিত।

একমাত্র সুন্দরই পারে হরিতে সর্বাকর্ষন

তাই হও সুন্দর তুমি ওহে আমার মন।

যাহা শ্রীময়, তাহার ক্ষমতা

বিস্তৃত যথা তথা

শ্রীর দুই রূপ : দেহশ্রী ও গুনশ্রী।

কমবেশি সমাদৃত হলো উভয় শ্রী।



No comments: