মাসিক ব্লগ ম্যাগাজিন (সাহিত্য সংখ্যা-- প্রতি মাসে শেষ সপ্তাহ)
সুন্দরের ক্ষমতা
পাভেল রহমান
যাহা সুন্দর, যাহা মার্জিত
সকলেই তাহে আকর্ষিত।
একমাত্র সুন্দরই পারে হরিতে সর্বাকর্ষন
তাই হও সুন্দর তুমি ওহে আমার মন।
যাহা শ্রীময়, তাহার ক্ষমতা
বিস্তৃত যথা তথা
শ্রীর দুই রূপ : দেহশ্রী ও গুনশ্রী।
কমবেশি সমাদৃত হলো উভয় শ্রী।
Post a Comment
No comments:
Post a Comment