স্কুলে মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ || WB Mid Day Meal Group-C Recruitment 2023


 


রাজ্যের বেকার চাকরিপ্রার্থীদের জন্য নতুন একটি সুখবর রয়েছে। সম্প্রতি স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে রাজ্যের সরকারি স্কুল গুলিতে Mid Day Meal প্রকল্পে গ্ৰুপ 'সি' কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সারা রাজ্যের যে কোনো জেলা থেকে নারী পুরুষ উভয় চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করার সুযোগ পাবেন। শুধু মাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ হবে। কোনোরকম লিখিত পরীক্ষা দিতে হবে না। তাই বর্তমানে যেসমস্ত চাকরি প্রার্থী সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। কোন কোন পদে নিয়োগ করা হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে থেকে পরপর জেনে নেব।



শূন্যপদের নাম:-

 Supervisor (গ্রুপ-সি) পদে কর্মী নিয়োগ করা হবে।



আবেদন করার নিয়মাবলী:-

এখানে চাকরি পেতে গেলে সরাসরি ইন্টারভিউ দিতে হবে,  চাকরিপ্রার্থীদের আগে থেকে কোনো আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউ এর দিন ইন্টারভিউ স্থানে পৌঁছে ইন্টারভিউ দিলেই চলবে। শুধু মাত্র নিজের একটি বায়োডেটা নিয়ে গেলেই হবে।


প্রয়োজনীয় নথীপত্র:-

ইন্টারভিউয়ের দিন সঙ্গে করে যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি নিয়ে যেতে হবে সেগুলি হল-


১) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

২) ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেটের জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৪) নিজের সম্পর্কে যাবতীয় কারেন্ট তথ্য দিয়ে বানানো বায়োডাটার অরিজিনাল কপি এবং এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৭) দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো।

৮) রিটায়ারমেন্ট সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৯) PPO নম্বর লেখা প্রমান পত্রের জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

১০) কম্পিউটার কোর্সের সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা (যদি থাকে)।



বয়সসীমা:-

আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২৩ অনুযায়ী ৬৪ বছরের মধ্যে।



বেতনের পরিমাণ:-

Supervisor পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ১০,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।


প্রয়োজনীয় যোগ্যতা:-

এখানে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে Extension Officer/Upper Division Assistant জাতীয় পদের একজন সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারী হতে হবে। সেইসঙ্গে শারীরিক ভাবে সক্ষম হতে হবে। কোনো আবেদনকারীর যদি Account Keeping/School Management এর কাজের অভিজ্ঞতা থাকে তাহলে এক্ষেত্রে তিনি অগ্ৰাধিকার পাবেন।


ইন্টারভিউয়ের তারিখ ও ঠিকানা:-

উক্ত শূন্যপদে কর্মী নিয়োগ করার জন্য আগামী ৪ ঠা মার্চ বেলা ১১ টা থেকে ইন্টারভিউ নেওয়া হবে। তাই যারা ইন্টারভিউ দিতে ইচ্ছুক ও যোগ্য তারা নিম্নলিখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের অন্তত আধ ঘন্টা আগে উপরিউক্ত সমস্ত ডকুমেন্টস সহ পৌঁছে যাবেন। 

ইন্টারভিউ স্থানের ঠিকানাটি হল-
        Block Development Office,
        Raina-I.


OFFICIAL NOTICE: 

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024