Tuesday, February 28, 2023

কালো - শুভদীপ দাস || গল্প - Story || ছোটগল্প - Short story

 কালো

শুভদীপ দাস


কিছুদিন আগে বিয়ের জন্য রিনা কে দেখতে এসেছিল ছেলেপক্ষ। এর আগে অনেক বারেই সম্বন্ধ এসেছিল তবে কোনো বারেই সেটা বিয়ে অবধি যেতে পারে নি!

 

দুদিন পর ছেলের মা ফোন করে জানায় এখন তারা তাদের ছেলের বিয়ে দিতে চাইছে না। 

প্রতিবারের মতো এবারেও সমন্ধ ভেঙ্গে গেল। 

আসলে রিনার গায়ের রং ঘনকালো আর কালো মেয়েদের জায়গা তো লেখকের লেখনীতেই, বাস্তব জগতে তারা সবদিন কোণাতেই পড়ে থাকে ।। 

           

             

No comments: