লম্বা জিভের গল্প - বিকাশ ভট্টাচার্য || কবিতা || Poetry || Poems
লম্বা জিভের গল্প
বিকাশ ভট্টাচার্য
আগাছার মতো উপড়ে ফেললে উঠোন তো নয়
বয়সের রং গাঢ় সবুজ হয়নি তো
আদিগন্ত তৈরি হলো একমাত্রিক গল্পভুবন
নৈরাজ্যে ফসল তোলে ভুবনচষা দোসর
একলা ঘরে বায়বীয় গল্পে ডোবা চোখে
বর্ষা দ্যাখে মিঠাপুকুর বাঁশের সাঁকো থেকে
ওপারেতে তোমার বাড়ি উঠোন ছুঁয়ে জল
দু'পার জুড়ে সজল কথার তীব্র আলোড়ন
আগাছার মতো উপড়ে ফেললে মুদ্রাদোষে
উঠোন তো নয়। গল্পটা তো লম্বা জিভের
Comments