Monday, February 27, 2023

লম্বা জিভের গল্প - বিকাশ ভট্টাচার্য || কবিতা || Poetry || Poems

 লম্বা জিভের গল্প 

বিকাশ ভট্টাচার্য 


আগাছার মতো উপড়ে ফেললে উঠোন তো নয়

বয়সের রং গাঢ় সবুজ হয়নি তো

আদিগন্ত তৈরি হলো একমাত্রিক গল্পভুবন

নৈরাজ্যে ফসল তোলে ভুবনচষা দোসর

একলা ঘরে বায়বীয় গল্পে ডোবা চোখে

বর্ষা দ্যাখে মিঠাপুকুর বাঁশের সাঁকো থেকে

ওপারেতে তোমার বাড়ি উঠোন ছুঁয়ে জল

দু'পার জুড়ে সজল কথার তীব্র আলোড়ন 


আগাছার মতো উপড়ে ফেললে মুদ্রাদোষে

উঠোন তো নয়। গল্পটা তো লম্বা জিভের 

No comments: