Monday, February 27, 2023

যাযাবর - রবিরাম হালদার || কবিতা || Poetry || Poems

 যাযাবর

রবিরাম হালদার

…………………

যাযাবর ওই মানুষগুলো 

         সারা দিন রাত মাঠে,

দেখছে সবাই কেমন ভাবে

         জীবন ওদের কাটে।


বলছে সবাই বেদে রে ভাই

         যেথায় সেথায় থাকে,

এ গ্রাম ও গ্রাম ঘুরতে ঘুরতে 

          দেখছে জগৎটাকে।


সারাটা দিন পাড়ায় পাড়ায়

         তাবিজ বিক্রি করে,

পিঠের উপর বাঁধা শিশু

          কেঁদে কখন মরে!


বেদুইন যে ওদের বলে

      গ্রামীণ ভাষায় বেদে,

হাটে - বাজারে জড়ি বুটি 

      বিকোয় সেধে সেধে।


পাখি - পক্ষ কাঠ বেড়ালি

        মেরে পুড়িয়ে খায়,

আমার বাংলায় আজও মানুষ

           যাযাবর যে হায়।


একটি শ্রেণী অট্টালিকায়

           খাবার রাশি রাশি,

 যাযাবরের শুকনো পেটে 

           আনন্দ আর হাসি।


যাযাবরের কাঁধের বাঁকে 

       যত সুখ আর শান্তি,

অট্রালিকার মানুষ গুলোর

          হৃদয় ভরা ক্লান্তি।

No comments: