জিভ - গোবিন্দ মোদক || কবিতা || Poetry || Poems

 জিভ 


গোবিন্দ মোদক



আবারও বলছি ধর্মাবতার —


আমার আস্তিনে কোনও ছোরা লুকানো নেই


লুকানো নেই রক্তপিপাসু কোনও অস্ত্র 


আমি কোনও ল্যাবরেটরি থেকে 


সংগ্রহ করে আনিনি কোনও সেঁকো বিষের ভাণ্ডার 


অথবা নিশ্চিত মৃত্যুর কোনও পরোয়ানা


আমি লিখিনি হেমলক বিষয়ক কোনও কবিতা 


কিংবা কোনও ক্ষুদিরামের অন্তর্দহন 


নাথুরাম গডসে-কে সমর্থন করে 


কোনও খোলা চিঠিও আমি লিখিনি ধর্মাবতার 


আমি কোনও রণক্ষেত্র প্রত্যক্ষ করিনি 


আমি কোনও নির্ভয়া-কে ধর্ষণ করিনি 


কোনও ছ’বছরের শিশুযোনী ছিন্নভিন্ন করতেও 


আমাকে দেখা যায়নি 


আমি বা আমার পূর্বপুরুষ 


বাবরি মসজিদ ধ্বংসের সঙ্গেও এতটুকুও জড়িত নয় 


প্রকাশ্য রাস্তায় মদ্যপান করে 


কোনওরকম বেলাল্লাপনাও আমি করিনি


মাননীয় ধর্মাবতার —


তবে কোন অপরাধে আমাকে ….



কি বলছেন? চোপ! আরেকটি কথা বললে


আমার জিভ টেনে ছিঁড়ে ফেলা হবে? 


তবে তাই হোক ধর্মাবতার! 


যে জিভ কোনও সত্য কথা বলতে পারবে না


তা রেখে আমার কোনও লাভ নেই!

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র