Monday, February 27, 2023

মেলা - মুনমুন || কবিতা || Poetry || Poems

 মেলা

  মুনমুন


নদীর ওইপারে' বসেছে আজ,

 দাদার ঘাটের মেলা।

 ধুম ধাম পড়ে গেছে তাই চারিদিকে।

 আকাশে, বাতাসে আজ,

 মেলা,মেলা রব উঠেছে।

 বছরের সবচেয়ে বড় মেলা,

 দাদার ঘাটের মেলা।

 রাত্রি বেলা ঘুম হয়নি তাই আনন্দেতে।

 কখন আসবে ভোর,ছিলাম অপেক্ষাতে।

 কিনবো মেলায় সখের হাঁড়ি, 

 কিনবো পুতুল,খেলনা বাটি!

 এই করে রাতটি কেটেছে।

 দোলনায় চড়ার, সখটা ছিল মনে,

 তবু পাছে পড়ে যায় সেই ভয়ে,

 পিছিয়ে যেতাম পরক্ষণে।

 বাবার সঙ্গে হাতটি ধরে,

 যেতাম দুটি ভাইবোনে।

 ভাইয়ের শুধু চায় খেলনা বন্ধুক কিনে।

 হরির দোকানের রসগোল্লা, জিলিপি

 খেতাম দুজন পাল্লা দিয়ে।

 খই, মুড়কি, খুরমা,কদম,আর জিলিপি..

 নিয়ে,খুশি মনে ফিরতাম সেদিন বাড়ি।

 সঙ্গে নিয়ে, প্রিয় সেই সখের হাঁড়ি।

 কি যে মজা হতো ওই মেলার দিনে।

 আজও সেই স্মৃতি ভুলতে পারিনি।

No comments: