আশ্রয়
বিদ্যুৎ মিশ্র
তোমার ঐকান্তিক আশ্রয়ে থেকে
একটি প্রদীপ জ্বেলে আলো মেখেছি
আর নিজেকে আলোকিত করেছি
তুমি জানো না -
তোমার আশ্রয়ে খুঁজে পেয়েছি
আমার ভালোবাসার একটা সোপান,
আমি স্বপ্ন সাজিয়েছি দুই হাতে।
তুমি জানো না -
তোমার আশ্রয়ে ধিকিধিকি জ্বলছে
আমার কুঁড়েঘরের প্রদীপ।
তোমার আশ্রয়ে আমার ভালোবাসা
একটা বৃক্ষের রূপ নিয়েছে,
তুমি জানো না -
আমার বেঁচে থাকা, ভালোলাগা
আমার যাবতীয় উচ্ছ্বাস । শুধুই
তোমার আশ্রয়ে থেকেই।
No comments:
Post a Comment