বলীদান - মাইসার মন্ডল || কবিতা || Poetry || Poems
বলীদান
মাইসার মন্ডল
সব শত্রুকে ক্ষমা ক'রে পঞ্চশত্রুকে দাও বলী,
নইলে ওরা সবই তোমার দেবে গো জলাঞ্জলী!
কাম-ক্রোধ-লোভ-মদ-মোহ- আর মাৎশর্য ,
হারাবে ওরা তোমার সুপথে চলার সকল ধৈর্য!
পূত পুষ্পাঞ্জলী তোমার হাতের করবে ওরা হরণ,
যদি করো তুমি ঐ শত্রুদলের "বন্ধুত্ব " বরণ----
ইহকাল-পরকাল তবে অশুভ হবে রেখো স্মরণ,
,পঞ্চশত্রুকে দিলে বলী বদলে যাবে ধরার ধরণ।
কলহ-বিবাদ ধরণী হতে বিদায় নেবে চিরতরে,
দিবানিশি হর্ষভরা অমিয়ধারা বইবে ধরা পরে।
বিন্দু পরিমাণও হবে না কারও শোণিতপাত,
হবে ধরা আলোকভরা আসবে নবীন প্রভাত!
বিচারের বাণী কাঁদবেনাকো নিভৃতে নীরবে,
ধুঁকে ধুঁকে মরবেনাকো মানবতা এই ভবে।
ইহলোক ও পরলোকে পেতে হলে স্বর্গসন্ধান জগৎপতির নামে পঞ্চশত্রুকে করো বলী দান।
Comments