জোৎস্না রাতে
বাপী নাগ
এই নিঝুম জোৎস্না রাতে
ছিলে তুমি পাশে।
রেখে ছিলে তুমি জড়িয়ে
ছিলে তুমি মিশে।
তোমার ভালোবাসায় ছিল
আমার এ জীবনে।
রূপালী চাঁদের এই আলো
দেখেছি যে দুজনে।
আজও যে আশায় আছি
দেখব যে তোমায়।
রুপালি ঐ চাঁদের আলো
দেখবো দুজনায়।
তোমার ভালোবাসা আজ
পেতে আমি চাই।
জীবনে তোমার কাছ থেকে
কত যে সুখ পাই।
রূপালী চাঁদের ঐ সৌন্দর্য
পছন্দ আমি করি।
থাকবে তুমি আমার পাশে
আমার যে অপ্সরী।
No comments:
Post a Comment