Tuesday, February 28, 2023

ফেব্রুয়ারি সংখ্যা ২০২৩ || February Sonkha 2023

 



যে মাতৃভাষার জন্য একসময় আন্দোলন গড়ে তুলতে পিছ পা হন নি, নিজের মাতৃভাষাকে বাঁচিয়ে রাখার জন্য যারা নিজেদের জীবন বলিদান দিতেও পিছপা হয় নি, এই মাতৃভাষার জন্য আজ আমরা নিজের অস্তিত্বকে জানতে পারি, তাই তাদের বলিদান আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। বাংলা ভাষা আমার মা, আমার মাতৃভাষাতে আমার অস্তিত্ব নিহিত। তাই আপনাদের পাশে পেতে চাই, আন্দোলিত হোক ছন্দে ছন্দে আপনার লেখনী শক্তির আদলে।


     আমাদের ওয়েবসাইট ম্যাগাজিন (ওয়ার্ল্ড সাহিত্য আড্ডা) তার ই একটি রূপক । লিখুন, লেখাকে ভালোবাসুন। পাঠক এর চরম সীমায় পৌছে যান।

                                          ধন্যবাদান্তে
              World Sahitya Adda সম্পাদকীয় বিভাগ

___________________________________________



___________________________________________

বি দ্র - সকল লেখকবৃন্দদের জানানো হচ্ছে আপনারা আপনার লেখার লিংক গুলো পাবেন পরপর। যারা  মোবাইল ফোন থেকে সাইট খুলছেন তারা এই পেজে নীচের দিকে View Web version নামে একটি অপশন আছে সেটি ক্লিক করুন তাহলে ডানদিকে সম্পূর্ণ লেখাগুলোর লিংক পেয়ে যাবেন। আর যারা কম্পিউটার ব্যবহার করছেন তারা সরাসরি ডানদিকে লেখাগুলোর লিংক পেয়ে যাবেন। 

No comments: