হৃদকক্ষে আবদ্ধ কথা - বিনিময় দাস || কবিতা || Poetry || Poems
হৃদকক্ষে আবদ্ধ কথা
বিনিময় দাস
একটা পাথর বুকের ওপর চাপা,
হয়তো তারই জন্য কথাগুলো মাপা ।
ভেতরের ভালোবাসা বোঝাই শুধু ইশারায়,
ওপ্ৰান্ত বোঝে না, ঘুরে দাঁড়ায় ।
পাই যদি প্ৰতিদিন একটুখানি দেখা,
ওর পথে টানি অপেক্ষার রেখা ।
পাশ কাটিয়ে চলে যায়--ব্যস্ত,
আমার অপেক্ষার হয় না হ্যাস্তন্যাস্ত ।
প্ৰস্তাবের মহড়া আয়নার সামনে প্ৰতিদিন,
হৃদয়ে আবদ্ধ অস্ফুট কথারা পরাধীন ।
Comments