ময়না
- অদিতি মন্ডল
ও যে আমার ছোট্ট ময়না,
সারাদিন ধরে কত
তার মিঠে বায়না।
আমি বাপু হাঁফ ছাড়ি !
ঘুমিয়ে সে পড়লে;
তবে বড় খুশি লাগে,
হাসি তার দেখলে।
কথা যা শোনানোর,
বায়না ধরেছে সে পালানোর।
ও মে মানে না মানা!
ও যে ময়না পাখি,
ফুরুৎ করে মেলল ডানা।
তারাদের দেশে,
রোজ দেখি হাসে
মিটিমিটি চোখে,
খাঁচাটিরে আঁকে।
ডাকলেও ফেরে নাকো ;
যত তারে বকো হাঁকো
ফিরবে নাকো....
ও আমার ময়না পাখি,
বুলি ফুটতেই -
দিলো ফাঁকি।।
No comments:
Post a Comment