Monday, February 27, 2023

দূরত্ব - অঙ্কিতা মজুমদার || কবিতা || Poetry || Poems

 দূরত্ব

অঙ্কিতা মজুমদার



অতি দূর ঝাপসা সম্পর্করা -

দূরত্বে শ্বাস ফেলে।

দিন যাপনের গল্পে

কিছু সুখ কুড়িয়ে নেওয়া বিকাল,

আবার - ব্যথা হয়েও ঝরে।

পাড়ের খোঁজে পারাপার বিচ্ছিন্ন।

একই আকাশের নিচে,

একই বাতাসের স্পর্শ গায়ে মেখে,

চিরতরে বিলীন।

অন্তঃপুরের কক্ষে

বেমানান হিসেবে জর্জরিত।

বাঁধ ভাঙা জলোচ্ছ্বাসে

উপচে পড়ে অতি গভীরতা।

ছিন্ন খঞ্জনার মত নৃত্যে অবসান,

রঙ বাহারে বিবর্ণ রঙ ঢালা।।

No comments: