আকাশের ক্যানভাসে সাদাকালো ছবি - অসিত কুমার পাল || কবিতা || Poetry || Poems

 আকাশের ক্যানভাসে সাদাকালো ছবি

       অসিত কুমার পাল



আমি ছবি আঁকতে চাই

সাদা ক্যানভাসে

জলরং দিয়ে আঁকা

 সাদা কালো ছবি ।


তাতে তারাভরা আকাশ থাকবে

মেঘ থেকে ঝরেপড়া বৃষ্টি থাকবে

পাহাড় থেকে নামা ঝর্ণা থাকবে

আকাশ ছোঁয়া। পাইন গাছও থাকবে ।


আর থাকবে একটা ছুটন্ত ঘোড়া

গোটা কয়েক উড়ন্ত ভিনদেশী পাখি

ফুলের উপরে বসা কালো ভ্রমর

আর ধোঁয়া ছাড়া একটা রেলগাড়ি ।


 মানুষ না থাকলে চলবে না , তাই

 লাঠি হাতে একটা বুড়ি থাকবে

 কয়েকটা খালিগায়ে বাচ্চা থাকবে

অবাকচোখে তাকানো কিশোরী থাকবে ।


 কিন্তু একসঙ্গে এতকিছু ধরবে

এতবড় মাপের ক্যানভাস কোথায় পাব ?

ভাবছি মাথার উপরে থাকা আকাশটাকে ই 

আমার ছবির ক্যানভাস বানিয়ে নেব ।

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024