Monday, February 27, 2023

পাঁকাল মাছের মত - সান্ত্বনা ব্যানার্জী || কবিতা || Poetry || Poems

 পাঁকাল মাছের মত                                               

                  সান্ত্বনা ব্যানার্জী


                                                            

 আধুনিক এই সভ্য জগতে আমরা সভ্য কত!

জঞ্জাল যত কেটেকেটে চলি পাঁকাল মাছের মত।

পথের ধারেতে নোংরাভিখারীদেখেওদেখিনাভাই,

মুমূর্ষু রোগী অসহায় শিশু ফিরেও তাকাতে নাই।

জ্ঞানভোর দেখি দেশে দেশে শুধু যুদ্ধ যুদ্ধ খেলা,

উলুখড় যতো জ্বলে পুড়ে যায় মৃত মানুষের মেলা

তার কিছু হয় খবরে প্রকাশ অনেকখানিই হয়না,

শুনে যাই শুধু নির্বাক হয়ে সবটাতো মনে রয়না।

খুব বেশী হলে একটু বিষাদ, একটা দীর্ঘশ্বাস,

তারপর সব খাঁড়া বড়ি থোর, আনন্দ পরিহাস।

ভাবি শুধু এই যাই বা ঘটুক আমি যেনথাকিসুখে,

হা হুতাশ যতো প্রকাশিত হয়সবটুকু থাক মুখে।

এমনি করেই সরিয়ে ফেলি যা কিছু অবাঞ্ছিত,

বাঁচার উপায় করেছি রপ্ত পাঁকাল মাছের মত।

No comments: