Monday, February 27, 2023

একটু সময় হবে - দেবাশীষ ঘোষ || কবিতা || Poetry || Poems

 একটু সময় হবে.....


      দেবাশীষ ঘোষ


ব্যস্ত রাজপথ ধরে হেঁটে

 চলেছো বন্ধু


 একটু সময় হবে

  চেয়ে দেখার!


 দেখো-

 কতোটা রং

 নিয়ে বসে আছে কৃষ্ণচূড়া


 অসীম আকাশ থেকে 

 নেমে আসছে 

 নীলচে পাপড়ি



 প্রজাপতির ডানার সূক্ষ্ম শব্দে

 দু চোখে সেজে উঠছে

 সুপ্ত স্বপ্ন


  একটু সময় হবে!

 ব্যস্ত রাজপথ থেকে নেমে

 আসার।

No comments: