Monday, February 27, 2023

স্বপ্নের বাগানে মালি একাই চাষ করে - বরুণ মণ্ডল || কবিতা || Poetry || Poems

 স্বপ্নের বাগানে মালি একাই চাষ করে

   বরুণ মণ্ডল 


গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে

নৌকার সময় যাপন গন্তব্যের দিকে।

এপার থেকে ওপারে ঠোক্কর খায়।

প্রতিটা ঘাটেই ভিড়তে চায়।


নিকট ঘাটে নোঙরও গাড়তে চায়।


জমে থাকা অতীত খোলসা করবে,

অজানা ভবিষ্যতে সাহচর্য নেবে।

আবেগের আদান-প্রদান হবে!


বহু ঘাটের জল খেয়েছে সে।

জানা আছে কোন ঘাটে কুমিরের বাস।

কোন ঘাটে অগভীরতার পঙ্কিল জল।


হাল আজ হকিকত মানতে বাধ্য।

মিথ্যে দাঁড় বওয়া আর গুন টানা।


ইচ্ছে ডানায় ভর করে 

কুঁজোও চায় চিৎ হয়ে শুতে!

No comments: