মাসিক ব্লগ ম্যাগাজিন (সাহিত্য সংখ্যা-- প্রতি মাসে শেষ সপ্তাহ)
ঋষি
বিকাশ মন্ডল
দ্রষ্টা নই ; ঘাসে ঘাসে পা ফেলে
শিশিরের পতন শব্দ, হিম বোধ
অনুভবে আসে কই —
কখনো দেখিনি সত্যের মুখ, নির্মাণ ও ত্যাগ
উপনিষদ করি বা সেহেতু ; নোট দিই
শিষ্যকুল ফটোকপি করে, উত্তরপত্রে করে
আজীর্ণের বমন
কেউ মৌলিক নয়, না আমি ওরা তো নয়-ই....
Post a Comment
No comments:
Post a Comment