রাজ্যে চুক্তিভিত্তিক ক্লার্ক নিয়োগ, বেতন ১৩,৫০০ টাকা || WB Cleark Recruitment 2023 || Paschim Bardhaman DM Office Recruitment 2023 || Data Entry Operator Recruitment 2023


 


 
 পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার DM অফিসের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে নিয়োগ করা হবে ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর এবং কাউন্সিলর চুক্তিভিত্তিক পদে  মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পাস করা চাকরি প্রার্থীরা সরাসরি ইমেইল এর মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন। 
তাই বর্তমানে যেসমস্ত চাকরি প্রার্থী সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। কোন কোন পদে নিয়োগ করা হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে থেকে পরপর জেনে নেব।



নিয়োগ সংস্থা - Office of the District Magistrate & Collector, Paschim Bardhaman

পদের নাম বিভিন্ন

মোট শূন্যপদ ০৩ টি

বেতন (₹) ১৩,৫০০/-

চাকরির ধরন - চুক্তিভিত্তিক 

আবেদন মোড - ইমেইল

স্থান -  পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ

ওয়েবসাইট - paschimbardhaman.gov.in

অন্যান্য পদগুলো হলো-

Bench Clerk
LDC cum Typist
Counsellor


শূন্যপদ - মোট ৩টি


শিক্ষাগত যোগ্যতা-
Bench Clerk পদে আবেদন করার জন্য যেকোনো বিষয়ে উচ্চ মাধ্যমিক পাস, LDC cum Typist পদে আবেদন করার জন্য মাধ্যমিক পাস এবং Counsellor পদে আবেদন করার জন্য সাইকোলজিতে গ্রাজুয়েট হতে হবে। এখানে সমস্ত পদে আবেদন করতে গেলে কম্পিউটারের কাজের ধারণা থাকা প্রয়োজন। এছাড়াও Counsellor পদে আবেদন করার জন্য সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।


বয়সসীমা (Age Limit) -
১ জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী ২১ থেকে ৪০ বছরের মধ্যে হওয়া আবশ্যক।

বেতন (Salary) -
 প্রতিমাসে ১৩,৫০০ টাকা।

আবেদন পদ্ধতি (Apply Process)
আগ্রহী ও যোগ্য পার্থী এখানে সরাসরি ইমেইল মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য প্রথমে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি এর সঙ্গে যুক্ত আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করতে হবে। পূরণ করা আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে PDF ফরম্যাটে নির্ধারিত সময়ের মধ্যে jjbpsbdn@gmail.com-তে ইমেইল করতে হবে।


প্রয়োজনীয় ডকুমেন্ট -

1.বয়সের প্রমাণপত্র
2.আধার কার্ড বা ভোটার কার্ড
3.শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
4.কম্পিউটার সার্টিফিকেট
5.কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি প্রয়োজন হয়)।
6.পাসপোর্ট সাইজ ফটো

আবেদন মূল্য - সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করার সুযোগ পাবেন।



আবেদনের শেষ তারিখ -
 শেষ তারিখ হলো ২ মার্চ ২০২৩।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীদের কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। পরীক্ষার নম্বর বিভাজন এবং নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।


গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত -১৫.০২.২০২৩
আবেদন শুরু - ১৫.০২.২০২৩
আবেদন শেষ - ০২.০৩.২০২৩


প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

অফিসিয়াল বিজ্ঞপ্তি: 
https://cdn.s3waas.gov.in/s332bb90e8976aab5298d5da10fe66f21d/uploads/2023/02/2023021716.pdf

অফিসিয়াল ওয়েবসাইট: 

______________________________________

চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের গ্রুপে জয়েন করুন




Telegram group-





Whatsapp group-


Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ