কথা দিলাম - গোপাল চন্দ্র মণ্ডল || কবিতা || Poetry || Poems
কথা দিলাম
— গোপাল চন্দ্র মণ্ডল
আবার যদি দেখা হয় পড়ন্ত বৃষ্টির বিকেলে
ভিজব সারাদিন তোমার নুপুরের তালে তালে
তখন হালকা ঠান্ডা বাতাস বয়ে যাবে কানের পাশ দিয়ে
তোমার আধভেজা কালো চুলগুলো
বিছিয়ে যাবে গণ্ডদেশের সমান্তরালে
আমি আদরমাখা হাত দিয়ে একটা একটা করে চুল সরিয়ে দেব
তখন দৃষ্টি অন্যদিকে থাকবে না
কেবলই তোমার মায়াবী চোখের দিকে
না, পলক ফেলব না সেদিন
তোমার লাজুক দৃষ্টির মাঝে নিজেকে সঁপে দেব
তুমি এড়িয়ে যেতে চাইলেও পার পাবে না
আবার যদি দেখা হয় শান্ত নদীর ঘাটে
উরন্ত প্রজাপতি ধরে এনে বিছিয়ে দেব তোমার গায়ে
তোমার মুখের এক কোণে
হাসির ঝলক দেখব বলে
তোমার শোনা সেই প্রিয় গানটি বারবার শোনাব
আর আমার লেখা গানে
চেনা সুর ভরিয়ে দেবে তুমি
আবার যদি দেখা হয় রাতের অন্ধকারে
ভয় পেয়ে তুমি ছুটে আসবে বুকে
নিস্তব্ধতা বেড়ে যাবে, আর তোমার দীর্ঘশ্বাস
দুই হাত দিয়ে তোমার মুখটা দেখার বৃথা চেষ্টা
কেবল ভরসা ও সাহসের চুম্বন এঁকে দেব
তোমার উষ্ণ কপালের এক কোণে
Comments