মার্চ সংখ্যা ২০২৩ || March Sonkha 2023
রাম নবমীর উচ্ছ্বাসে উদ্ভাসিত সমগ্র দেশ। সংস্কৃতি আর সাহিত্যের মেলবন্ধন একমাত্র লেখক ও প্রকৃত পাঠকরা বুঝতে পারেন। কিন্তু কবির কলম শুধুমাত্র এই দুই অংশের কাছে পরিচিত হলে হবে না। হতে হবে জন সাধারণের কাছে গ্রহণযোগ্য ও সহজে বোধগম্য। তাই এমন রচনার সৃষ্টি করুন যা প্রতিটি ভারতবাসীর তথা বিশ্বের প্রতিটি সাধারণ মানুষের হৃদয় ভগবান রামচন্দ্রের প্রতি ভক্তির আবেগ সঞ্চালিত হয়।
আমাদের সকলের প্রিয় ওয়েবসাইট ম্যাগাজিন তথা ব্লগজিন ওয়ার্ল্ড সাহিত্য আড্ডা সেই সুযোগ আপনাকে দিচ্ছে। আপনি সেই সুযোগ কে কাজে লাগান। এগিয়ে চলুন হাতে হাত রেখে। পড়ুন, লিখুন, জনসাধারণের কাছে কিছু শিক্ষা রেখে যান।
ধন্যবাদান্তে
World Sahitya Adda সম্পাদকীয়
_______________________________________________
______________________________________________
______________________________________________
বি.দ্র:- সকল কবি ও লেখক তাদের লেখা এই সংখ্যাতে থাকছে তারা প্রত্যেকে এই হোম পেজে নিজের দিকে যান তারপর 'view web virsion' এ ক্লিক করুন । তারপর ঐ মেন পেজে ডানদিকে সূচিপত্রের লিস্ট পাবেন। সেই লিস্ট নিজের নামে ক্লিক করলেই লেখা গুলো দেখতে পাবেন। সেটাই আপনার লেখার লিংক। এই নিয়ম শুধু মাত্র স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য। যারা কম্পিউটার এ খুলবেন তারা সরাসরি মেন পেজ পাবেন সেখানে সূচিপত্র পাবেন।
Comments