Thursday, March 30, 2023

বসন্তের দিনে - বাপী নাগ || কবিতা || Poem || Kobita

 বসন্তের দিনে 

  বাপী নাগ



নতুন পাতা দোলে বাতাসে

বসন্ত যে এসে গেছে।

গাছে ধরেছে আমের বোল

পাখিরা গান গাইছে।


মিষ্টি রোদ আকাশের গায়

কুসুম কলি ফোটে।

উড়ছে পাখি দূর আকাশে

নেই যে তারা কষ্টে।


সুন্দর এই দিনগুলো আজ

তোমার হয়ে থাক।

তোমার এ ভালোবাসা কুহু

কোকিলের ডাক।


নানা রঙে বসন্ত এসে গেছে

হলুদ কিংবা নীল।

রঙের-ই ছোঁয়ায় মন ভরবে 

কতই আছে মিল।


আবিরের রং যে চারিপাশে 

গাছে পাখি ডাকে।

সবাই আনন্দে মাতে আজ

রং দেব যে তাকে।


এলো মনেতে আজ বসন্ত

মনেতে রঙ ছড়ায়

ফাগুনের এই দিনে দুচোখ

কত কি যে দেখায়।


রঙ খেলার এই দোলযাত্রা

ফাগুনের দিনেতে

হালকা হালকা মৃদু বাতাস

রঙে সবাই মাতে।

No comments: